গাজীপুরের শ্রীপুরে সরকারি খালে সৌদিপ্রবাসীর নির্মাণাধীন স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন। আজ বুধবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
পেলাইদ গ্রামের কাটাখালী খাল দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছিলেন সৌদিপ্রবাসী মো. রফিকুল ইসলাম। খবর পেয়ে আজ সকালে সেখানে অভিযান পরিচালনা চালিয়ে স্থাপনা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
আতাহার শাকিল বলেন, স্থাপনা ভেঙে দেওয়ার সময় অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তাই কাউকে সাজার বা জরিমানার আওতায় আনা যায়নি।