হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই যুবকের নাম সাকিব বিন সম্রাট (২৮)। তিনি বিএনপির কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি সালাহ উদ্দিন সরকারের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সম্রাট বাড়িতে একাই ছিলেন। প্রতিদিনের মতো আজ সন্ধ্যায় তিনি বাসার ছাদে ওঠেন। ছাদে ওঠার কিছুক্ষণ পর বাড়ির একপাশে তাঁর ডাক চিৎকার শুনতে পেয়ে নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসেন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহতের বাবা সালাহ উদ্দিন সরকার বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে কেউই ছিলাম না। খবর পেয়ে ছুটে আসি। লাশ নিয়ে টঙ্গীর বাড়িতে ফিরছি।’ 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ