হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে আটক চারজন। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছেন সেনাবাহিনীর উত্তরা সেনা ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযানে মাদকসহ আটক ব্যক্তিরা হলেন, প্রদীপ চন্দ্র বর্মণ (৩৯) ও মিরাজ (৪২)। তা ছাড়া দেশীয় অস্ত্রসহ আটক দুজন হলেনন কিফায়াত উল্লাহ আপন (২৪) ও শামীম (২৩)। সেনাবাহিনীর উত্তরার অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার দুপুরে তাঁদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

দুই ঘণ্টার অভিযানে ১৮৬টি ইয়াবা, ১৮ বোতল ফেনসিডিল, গাঁজা, নেশা জাতীয় পাউডার, দেশীয় মদ, দেশীয় অস্ত্র, দুটি ফয়েল রোল, ১৭টি মোবাইল ফোন সেট, পাঁচটি সিম কার্ড, একটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক ও ৪১ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার দুপুরে সেনা সদস্যরা চারজনকে হস্তান্তর করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা