হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে আটক চারজন। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছেন সেনাবাহিনীর উত্তরা সেনা ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযানে মাদকসহ আটক ব্যক্তিরা হলেন, প্রদীপ চন্দ্র বর্মণ (৩৯) ও মিরাজ (৪২)। তা ছাড়া দেশীয় অস্ত্রসহ আটক দুজন হলেনন কিফায়াত উল্লাহ আপন (২৪) ও শামীম (২৩)। সেনাবাহিনীর উত্তরার অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার দুপুরে তাঁদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

দুই ঘণ্টার অভিযানে ১৮৬টি ইয়াবা, ১৮ বোতল ফেনসিডিল, গাঁজা, নেশা জাতীয় পাউডার, দেশীয় মদ, দেশীয় অস্ত্র, দুটি ফয়েল রোল, ১৭টি মোবাইল ফোন সেট, পাঁচটি সিম কার্ড, একটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক ও ৪১ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার দুপুরে সেনা সদস্যরা চারজনকে হস্তান্তর করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি