হোম > সারা দেশ > গাজীপুর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী আল আমিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আল আমিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

তাজউদ্দীন হাসপাতালের আরপি ডা. কামরুল ইসলাম ডুয়েট শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে শিক্ষার্থীরা এসে তাঁর লাশ নিয়ে গেছেন।

মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীরা জানান, কয়েক দিন ধরে ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে গতকাল সোমবার রাত ১০টার দিকে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান।

এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার খবর জানতে পেয়ে ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. জয়নাল আবেদীন তাঁদের দেখতে যান। এ সময় তিনি শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে তিনি মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সহযোগিতায় আল আমিনের লাশ টাঙ্গাইলে নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। জেলা সদরে নিজ বাড়িতে আজ মঙ্গলবার জোহর বাদ তাঁর জানাজা হবে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি