হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ছুরিকাঘাতে ‘মাদক কারবারি’র মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামের এক ‘মাদক কারবারি’র মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।

জাফর উল্লাহ ফেনীর করোচিয়া গ্রামের করিম উল্লাহর ছেলে। এ ঘটনার পর আশপাশের লোকজন শাহিন (২২) ও সজীব (৩০) নামের দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সজীবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হলে অপরজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

এ ঘটনায় নিহত জাফর উল্লাহর ছোট ভাই আমান উল্লাহ বাদী হয়ে আজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।

পুলিশ বলছে, জাফর উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। প্রায় দেড় বছর আগে তিনি টঙ্গীর ভাড়া বাসা ছেড়ে রাজধানীর সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেন। সেখান থেকেই টঙ্গীতে মাদক কারবার পরিচালনা করতেন তিনি। এরই মধ্যে মাদক বেচাকেনার টাকা নিয়ে শাহিন ও সজীবের সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয়। গতরাতে মাদক কারবারের টাকা ভাগাভাগি করার কথা জানালে জাফর টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে আসেন। এ সময় জাফরকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

আহত জাফরের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়রা ধাওয়া দিয়ে শাহিন ও সজীবকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে ময়নাতদন্তের জন্য জাফর উল্লাহর লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহিন হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ আজকের পত্রিকাকে বলেন, জাফর উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। মাদক কারবারের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকায় শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত