হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর পুলিশে নিয়োগ: কোটার কেউ উত্তীর্ণ হননি, মেধায় সুযোগ পেলেন সবাই

গাজীপুর প্রতিনিধি

শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাওয়া নারী-পুরুষরা কর্মকর্তাদের সঙ্গে। ছবি: সংগৃহীত

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৪৭ জন বেকার নারী-পুরুষ। তাঁদের মধ্যে ৪১ জন পুরুষ ও ৬ জন নারী। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৯ জন। উত্তীর্ণদের মধ্যে ইলেকট্রিক টেকনিশিয়ান ও চা দোকানিও রয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার ফল ঘোষণা করেন নিয়োগ কমিটির চেয়ারম্যান ও গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ কমিটির সদস্য, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, গাজীপুর পুলিশ লাইন্সের আরওআই মিজানুর রহমান এবং আরও-১ এ কে এম আমিনুল ইসলাম। ফল ঘোষণা অনুষ্ঠানে পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সব প্রার্থী ও অনেক অভিভাবক উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, নিয়োগে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার সুযোগ ছিল। তবে লিখিত পরীক্ষায় কেউ উত্তীর্ণ না হওয়ায় ৪৭ জন প্রার্থীই মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য গোয়েন্দা নজরদারি করা হয়েছে, যাতে কেউ দালালের খপ্পরে না পড়ে। শতভাগ স্বচ্ছতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, এই ৪৭ জন প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছেন। তাঁদের মেডিকেল পরীক্ষা করা হবে। মেডিকেল পরীক্ষায় কেউ বাদ পড়লে তাঁর স্থলে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী নেওয়া হবে।

কাশিমপুর কারাগার থেকে ২৫ বছর পর মুক্তি পেলেন পাকিস্তানি রইস খান

শ্রীপুরে মধ্যরাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৯টি কক্ষ পুড়ে ছাই

কালিয়াকৈরে দুই দিনে পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক অসুস্থ, বন্ধ ঘোষণা

গাজীপুরের শ্রীপুর: দখলের কবলে সুতিয়া মোহনা-চরে প্রাচীর

তুরাগতীরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জোড় ইজতেমা

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৮০ কক্ষ পুড়ে ছাই

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে ‌আতঙ্কে ফের অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ

শ্রীপুরে টিকিট কেটে কমলাবাগান দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শ্রীপুরে ট্রাকচাপায় কিশোর নিহত