হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় অটোরিকশায় বাসের চাপা, যুবক নিহত 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাপাসিয়ার টোক ইউনিয়নের সালুয়ারটেকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু বক্কর (৩০) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষ্টপুর গ্ৰামের মো. মাসুদ রানা ছেলে। তিনি অটোরিকশাটির চালক ছিলেন। 

কাপাসিয়া ফায়ার সার্ভিস অটোরিকশার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্র জানা গেছে, সালুয়ারটেকি এলাকায় গাজীপুরগামী একটি বাস কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াগামী অটোরিকশাকে চাপা দেয়। অটোরিকশাটিতে চালক একাই ছিলেন। পরে চালক অটোরিকশার ভেতরে আটকে যান। স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস এসে অটোরিকশার ভেতর থেকে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। 

কাপাসিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশাচালককে মৃত অবস্থায় উদ্ধার করি। পরে মরদেহ টোক পুলিশ তদন্তকেন্দ্রে হস্তান্তর করা হয়।’ 

কাপাসিয়ার টোক পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ উপপরিদর্শক সুজন রঞ্জন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস পুলিশ হেফাজতে রয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

বরমী বাজার: দুই ঘণ্টার হাটে কয়েক লাখ টাকার শাকসবজি বেচাকেনা

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স