হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় অটোরিকশায় বাসের চাপা, যুবক নিহত 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাপাসিয়ার টোক ইউনিয়নের সালুয়ারটেকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু বক্কর (৩০) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষ্টপুর গ্ৰামের মো. মাসুদ রানা ছেলে। তিনি অটোরিকশাটির চালক ছিলেন। 

কাপাসিয়া ফায়ার সার্ভিস অটোরিকশার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্র জানা গেছে, সালুয়ারটেকি এলাকায় গাজীপুরগামী একটি বাস কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াগামী অটোরিকশাকে চাপা দেয়। অটোরিকশাটিতে চালক একাই ছিলেন। পরে চালক অটোরিকশার ভেতরে আটকে যান। স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস এসে অটোরিকশার ভেতর থেকে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। 

কাপাসিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশাচালককে মৃত অবস্থায় উদ্ধার করি। পরে মরদেহ টোক পুলিশ তদন্তকেন্দ্রে হস্তান্তর করা হয়।’ 

কাপাসিয়ার টোক পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ উপপরিদর্শক সুজন রঞ্জন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস পুলিশ হেফাজতে রয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ