হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া টু মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম (৩৫)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার পেলাইদ গ্রামের মো. রাজে আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, আরিফুল সকালে তার নিজ বাড়ি থেকে মির্জাপুর উপজেলার গোড়ায় যাওয়ার জন্য রওনা দেন। কালিয়াকৈর উপজেলার হবুরচালা এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আরিফুল নিহত হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং চালকসহ ট্রাকটি আটক করে।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহসিন মোল্লা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০