হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের গাছা থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে রাখা খালি সিলিন্ডারে গ্যাস দেওয়ার সময় আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. আল-আমিন (৩০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। 

আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল-আমিন। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গাজীপুর থেকে দগ্ধ পাঁচজন  আমাদের এখানে এসেছিলেন। আজ সকালে আল-আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে এ ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বাকি দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

গত ১৩ অক্টোবর গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় হাজি ওয়াহেদ মিয়া সিএনজি ফিলিংস স্টেশনে গ্যাস নেওয়ার সময় কাভার্ড ভ্যানে রাখা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। 

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর