হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া একজন কয়েদি মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে আজ সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। মারা যাওয়া কয়েদির নাম আশফাক আহমেদ শিহাব (৩৪)। তিনি টাঙ্গাইলের সদর উপজেলার রেজিস্ট্রিপাড়া এলাকা বাসিন্দা। তাঁর মরদেহের ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে আশফাক আহমেদ শিহাব হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাঁকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ইসিজি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সুব্রত কুমার বালা আরও বলেন, ‘আশফাক আহমেদ শিহাব ঢাকার পল্লবী থানায় ২০১২ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। তাঁকে ২০১৫ সালের ৭ নভেবম্বর এই কারাগারে আনা হয়। এখানে থাকাকালীন ওই মামলার বিচারে তাঁকে মৃত্যুদন্ড দেয় আদালত।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি