হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নাশকতা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বাসে আগুন ও নাশকতার অভিযোগে যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর মধ্য আরিচপুরের মৃত মজিবুর রহমানের ছেলে মাহতাব সরকার মুরাদ (৪৭), টঙ্গীর এরশাদ নগরের ৫ নম্বর ব্লকের মৃত আবুল কালামের ছেলে নুরুল ইসলাম (৪০) ও টঙ্গী বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাফর ইকবাল সজিব (২২)। 

ওসি মুস্তাফিজুর রহমান বলেন, পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া নুরুল ইসলাম টঙ্গী যুব দলের নেতা। অন্য দুজনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তারা যুবদলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। 

ওসি আরও বলেন, গ্রেপ্তার তিনজন বাসে অগ্নিসংযোগ ও মহাসড়কে নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি। তাঁদের আদালতে পাঠানো হবে। 

টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল বলেন, ‘পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া তিনজন টঙ্গী পূর্ব এলাকায় যুবদলের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারে। আমি তাঁদের চিনতে পারছি না।’

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার