হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নাশকতা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বাসে আগুন ও নাশকতার অভিযোগে যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর মধ্য আরিচপুরের মৃত মজিবুর রহমানের ছেলে মাহতাব সরকার মুরাদ (৪৭), টঙ্গীর এরশাদ নগরের ৫ নম্বর ব্লকের মৃত আবুল কালামের ছেলে নুরুল ইসলাম (৪০) ও টঙ্গী বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাফর ইকবাল সজিব (২২)। 

ওসি মুস্তাফিজুর রহমান বলেন, পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া নুরুল ইসলাম টঙ্গী যুব দলের নেতা। অন্য দুজনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তারা যুবদলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। 

ওসি আরও বলেন, গ্রেপ্তার তিনজন বাসে অগ্নিসংযোগ ও মহাসড়কে নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি। তাঁদের আদালতে পাঠানো হবে। 

টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল বলেন, ‘পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া তিনজন টঙ্গী পূর্ব এলাকায় যুবদলের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারে। আমি তাঁদের চিনতে পারছি না।’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত