হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে আদালতে হামলা চালিয়ে দুই আসামিকে অপহরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের আদালতে আসামিদের ওপর হামলা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে আদালতে হামলা চালিয়ে জমিসংক্রান্ত মামলার দুই আসামিকে অপহরণ করা হয়েছে। হামলা ও অপহরণের ঘটনায় বাদীপক্ষকে দায়ী করেছে আসামিপক্ষ। আজ বুধবার জেলার রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম ও জিএমপির সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন মো. মিলন মিয়া (৩৫) ও বাবুল মিয়া (৪০)। তাঁরা উভয়ে গাজীপুরের শ্রীপুর থানাধীন তেলিহাটি এলাকার আব্দুল মালেকের ছেলে। অপরদিকে আহতরা হলেন আইয়ুব আলী ও মতিউর রহমান। তাঁরা আইনজীবী সমিতির কর্মচারী।

একই মামলার আসামি এনামুল হক বলেন, বাদী নাজমুল আমাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় জমিসংক্রান্ত একটি মামলা করেন। ওই মামলায় আমরা ১৩ আসামি (নারী-পুরুষ) আগেই আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছি। আজ (বুধবার) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ আমাদের স্থায়ী জামিন নেওয়ার দিন ধার্য ছিল।

সকালে আমরা আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে বাদী ও তাঁর সঙ্গে দা, চাকু, লাঠিসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে কতিপয় সন্ত্রাসী প্রকৃতির লোক দেখতে পাই। আমরা ভীত হয়ে বিষয়টি আমাদের আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে জানাই।

সিরাজুল ইসলাম সমিতির দুজন ব্যক্তিকে আমাদের আনার জন্য পাঠান। আমরা ওই দুজনের সঙ্গে আদালত থেকে বের হয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের অফিসের নিচে পৌঁছালে সেখানে উপস্থিত আইনজীবী, পুলিশসহ শত শত মানুষের সামনে বাদী ও তাঁর সঙ্গে থাকা সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা আমাদের ব্যাপক মারধর করে।

গাজীপুরের আদালতে আসামিদের ওপর হামলা। ছবি: আজকের পত্রিকা

এ সময় আমাদের বাঁচাতে সমিতির দুই কর্মকর্তা এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়। পরে আমাদের মধ্যে থেকে দুজনকে টেনেহিঁচড়ে নিয়ে যায়।

এ বিষয়ে আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, আজ সকালে একটি মামলায় ১৩ আসামি হাজিরা দেওয়ার জন্য আদালতে আসেন। আসামিরা পূর্বে আদালত থেকে জামিনে ছিলেন। আজকে তাঁদের স্থায়ী (বদলি) জামিন নেওয়ার দিন ধার্য ছিল। বাদী আসামিদের জামিন বাতিলের আবেদন করেন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ আদালতের বিচারক সেলিনা আক্তার আসামিদের জামিন মঞ্জুর করেন। জামিন লাভের পর আসামিরা আদালত থেকে বের হয়ে বাদীপক্ষের লোকজনকে সশস্ত্র অবস্থায় দেখে ভয় পান। পরে তাঁরা বিষয়টি আমাকে জানালে আমি আসামিদের নিরাপদে আমার এখানে নিয়ে আসার জন্য আইনজীবী সমিতির দুজন কর্মচারী আইয়ুব আলী ও মতিউর রহমানকে পাঠাই।

তাঁদের নিয়ে আমার অফিসের নিচে আসার পরে বাদী ও তার লোকজনের হামলায় ১৩ আসামি ও সমিতির দুই কর্মচারী মারাত্মকভাবে আহত হন। তাঁদের মধ্যে আইয়ুব আলীর মাথায় আঘাত লেগেছে। তাঁর মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে। এ সময় বাদীপক্ষ দুজনকে অপহরণ করে নিয়ে যায়।

সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, এ ঘটনার সময়ে সিসিটিভির ফুটেজে দেখা যায়, সেখানে পুলিশের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি তাৎক্ষণিকভাবে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। আজ আমাদের আইনজীবী সমিতির সাধারণ সভা। বিষয়টি সেখানে আলোচনা করা হবে।

ওসি মেহেদী হাসান বলেন, আদালত চত্বরে হামলায় কয়েক জনের আহত হওয়ার খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর