হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর বারের সাবেক সভাপতি-কোষাধ্যক্ষ কারাগারে

গাজীপুর প্রতিনিধি

অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। 

এর আগে দুজন উচ্চ আদালত থেকে নেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। 

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা আত্মসাতের মামলায় গাজীপুর বারের সাবেক সভাপতি ও ট্রেজারার আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে সাবেক সাধারণ সম্পাদক পলাতক রয়েছেন।’ 

গত ১৫ মে গাজীপুর বারের অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। মামলার বিবাদীরা হলেন বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান। সহযোগী হিসেবে সাবেক লাইব্রেরি সম্পাদক মো. রওশন আলী ও সাবেক মহিলা সম্পাদক রাবেয়া ইয়াসমিন কল্পনাকে বিবাদী করা হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বারের সাবেক সভাপতি ও কোষাধ্যক্ষ আজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন। পরে বিচারক তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন।’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত