গাজীপুর মহানগরীর একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, গতকাল রোববার রাত ৩টার দিকে মহানগরীর গাছা এলাকার ইউনিম্যাক্স টেক্সটাইল নামের একটি কারখানার টিনশেড গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে গুদামের পাশের একটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, আগুন লাগার খবর পেয়ে গতকাল রোববার রাত পৌনে ৪টার দিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচটি ইউনিটের চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর ৬টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
আবদুল্লাহ আল আরেফিন আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তা ছাড়া আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।