হোম > সারা দেশ > গাজীপুর

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরের সদর মেট্রো থানাধীন চাপুলিয়া এলাকায় চুরির অপবাদে শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে পুলিশ হাত-পা বাঁধা তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত হ্যাভেন ওই এলাকার হুমায়ূন কবিরের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, হ্যাভেনের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের কয়েকজন তাঁকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে রোববার ভোরে তাঁর মৃত্যু হয়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জিএমপির সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহত হ্যাভেনের বিরুদ্ধে থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্বজনদের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি