হোম > সারা দেশ > গাজীপুর

ভোটের পরদিন উদ্ধার সেই নিখোঁজ কাউন্সিলর প্রার্থী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের পাঁচ দিন পর কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে গাজীপুরের জয়দেবপুরের যুগীচালা এলাকা থেকে তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর থানা-পুলিশ।

মেহেদী হাসান কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। 

পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান গত বৃহস্পতিবার বাড়ি থেকে মসজিদে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। অবশেষে আজ সকালে জয়দেবপুর এলাকার যুগীচালার একটি দোকানের সামনে থেকে কালিয়াকৈর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে স্টাটাস দেন মেহেদী। স্টাটাসে তিনি লেখেন, ‘বিসমিল্লাহির রহমানির রাহিম, প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সহযোগিতায় আমার আগামী দিনের পথচলা সুন্দর হবে ইনশাআল্লাহ। নির্বাচন অথবা কাউন্সিলর এটাতো উসিলা মাত্র, আমি সারাজীবন আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।’

এই ফেসবুক স্ট্যাটাস এর সূত্র ধরে আজ সকালে জয়দেবপুর এলাকার যুগীচালার একটি দোকানের সামনে থেকে কালিয়াকৈর থানা পুলিশ তাঁকে উদ্ধার করে।    

কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান অভিযোগ করেন, প্রতিপক্ষরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর কারণে সন্তানের নিরাপত্তার জন্য নিজেই আত্মগোপন করেছিলেন। 

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিখোঁজের পাঁচ দিন পর মেহেদী হাসানকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়। তিনি সুস্থ আছেন। আপাতত থানা হেফাজতে আছেন। কোনো অভিযোগ না থাকলে পরিবারের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন কাউন্সিলর প্রার্থী ছিলেন মেহেদী হাসান। গতকাল রোববার এ পৌর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত