হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নাশকতার মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) এক ওয়ার্ড কাউন্সিলকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সকালে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আবুল হাসেম গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। পরে গাসিক ওয়ার্ড কাউন্সিলরকে গোয়েন্দা পুলিশের গাজীপুর মহানগর দক্ষিণ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মো. নাজির হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে টঙ্গী পূর্ব থানার দায়ের করা নাশকতার এক মামলায় গাসিক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপির সাবেক নেতা আবুল হাসেমকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আবুল হাসেম টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ গাসিক ওয়ার্ড কাউন্সিল আবুল হাসেমকে গ্রেপ্তার করলেও থানায় হস্তান্তর করেনি। কোটা আন্দোলনের সময় টঙ্গী পূর্ব থানার পুলিশ বাদী হয়ে করা নাশকতার একটি মামলায় তিনি আসামি ছিলেন।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত