হোম > সারা দেশ > গাজীপুর

সহপাঠীকে বাল্যবিবাহ করার সময় বরকে জরিমানা, নেওয়া হলো মুচলেকা

গাজীপুরের শ্রীপুরে সহপাঠীকে বাল্যবিবাহ করার সময় বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবাকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

অর্থ জরিমানার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। তিনি বলেন, ‘বর ও কনে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। তাদের বিয়ের বয়স হয়নি। এ কারণে তাদের বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ ছাড়া বর ও কনের বাবাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।’ 

শ্রীপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে কনের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন দেখে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। তিনি উপজেলা সহকারী কমিশনারকে পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।’ 

বাল্যবিবাহের বর ও কনে সহপাঠী বলে জানান সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘ওই দুই শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ছিল। যা কিছুদিন আগে প্রকাশ পায়। অন্য শিক্ষার্থীর মধ্যে এর প্রভাব পড়তে পারে তাই তাদের শাস্তি হিসেবে বিদ্যালয়ে আসা নিষেধ করা হয়।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি