হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমা ময়দানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসের ড্রোন ইউনিট

বিজ্ঞপ্তি

ইজতেমা ময়দানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসের ড্রোন ইউনিট। ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমা ময়দানে অগ্নিনিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ২৪ ঘণ্টা সেবা পেতে মোবাইল নম্বর চালুসহ খোলা হয়েছে অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ। পুরো ইজতেমা ময়দান অগ্নিনিরাপত্তা দিতে প্রস্তুত রাখা হয়েছে ৩৭৪ জনের জনবল। তাঁদের মধ্যে তাৎক্ষণিক অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রতিটি খিত্তায় ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হুক, ফায়ার বিটারসহ দুজন করে ফায়ার ফাইটার সব সময় দায়িত্ব পালন করবেন। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অগ্নিনিরাপত্তা ও ইজতেমা ময়দান পর্যবেক্ষণে রাখার জন্য বিভিন্ন স্থানে দুটি ফায়ার নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছে ড্রোন ইউনিট। ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের সেবা পেতে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে মোবাইল ফোন নম্বর—০১৯০১০২০৮৬৫ ও ০২২২৪৪১০০৮২ নম্বরে। অগ্নিনিরাপত্তা প্রদানে ময়দানের বিভিন্ন স্থানে চারটি পানিবাহী গাড়ি, ৩টি অ্যাম্বুলেন্স, ১৪টি পাম্প, ২২০টি ফায়ার এক্সটিংগুইশার, ১৩টি জেনারেটর, ১২৮টি ওয়াকিটকি, ১৫০টি ডেলিভারি হোজ, ১৪টি ব্রাঞ্চ পাইপ প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া নৌ দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদে (কামারপাড়া ব্রিজের নিচে) রেসকিউ স্পিড বোট ও চারজনের ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। দ্রুত অগ্নিনির্বাপণে পানি প্রদানের জন্য তুরাগ নদের তীরে ছয়টি, বিভিন্ন রিজার্ভারে পাঁচটি পাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার স্টেশনগুলো ইজতেমাকালীন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি