হোম > সারা দেশ > গাজীপুর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: প্রতিমন্ত্রীর ভাইয়ের কর্মীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের এক কর্মীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জামিল হাসান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই। 

আজ শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার একটি রিসোর্টে দলীয় নেতা–কর্মীদের নিয়ে সমাবেশ আয়োজনের খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে ওই কর্মীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ইশতিয়াক মজনুন ইশতি। 

অবশ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুল করিম ভ্রাম্যমাণ আদালতে প্রার্থীকে জরিমানা করার কথা জানান।

তিনি বলেন, ‘গাজীপুর সদর উপজেলাধীন সাবাহ্ গার্ডেন রিসোর্টে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয় জনসমাবেশ আয়োজন করেন। এটি উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর ৫ ধারার লঙ্ঘন। এজন্য ওই প্রার্থীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’

তবে রাতে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমান জানান, আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচনের প্রার্থী জামিল হাসানের কর্মী আখতারুজ্জামানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই জামিল হাসান দুর্জয় নিজ নির্বাচনী এলাকা ছেড়ে গাজীপুর সদর উপজেলার একটি রিসোর্টে নেতা–কর্মীদের নিয়ে সভা করছেন, এমন খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহ করতে যান স্থানীয় সাংবাদিকেরা। এ সময় নেতা–কর্মীরা সাংবাদিকদের প্রথমে ঢুকতে বাধা দেন। 

সাংবাদিকেরা কৌশলে সেখানে প্রবেশ করে ছবি ও ভিডিও ধারণ করলে কয়েকজন সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে জয়দেবপুর থানা–পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। 

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে বেরিয়ে আসার পর কয়েকজন সাংবাদিকরে সঙ্গে সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।’

এ সময় সেখানে উপস্থিত জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাজাল ও মমিন হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। পরে তারা সাংবাদিকদের সেখান থেকে নিরাপদে চলে আসার ব্যবস্থা করেন। 

এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামিল হাসান দুর্জয়কে শোকজ করা হয়। শোকজ করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা। 

নোটিশে বলা হয়, আপনি জনাব মো. জামিল হাসান,৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী, অদ্য ২১/০৪/২০২৪ খ্রিঃ রোজ রোববার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে ও চত্বরের বাইরে আনুমানিক বেলা ১১.১০ ঘটিকায় আপনার কর্মী সমর্থকগণ শোভাযাত্রা/শোডাউনসহ মিছিল করেন এবং কয়েকশ নেতা কর্মী নিয়ে এসেছেন তারা প্রার্থীর সমর্থনে স্লোগান দিয়েছেন এবং এতে আইনশৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা সৃষ্টি হয়েছে যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬, এর বিধি ১১ এর উপবিধি (২) এর সুস্পষ্ট লঙ্ঘন। 

উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ লঙ্ঘনের দায়ে কেন নির্বাচন কমিশনে আপনার বিরুদ্ধে প্রতিবেদন প্রেরণ করা হবে না বা আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা এ নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা যথাযথভাবে প্রদানের জন্য অনুরোধ করা হলো। 

এ বিষয়ে জানতে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসান দুর্জয়কে মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি।

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১