হোম > সারা দেশ > গাজীপুর

অবশেষে শ্রীপুরের নলজোড়ার খালে নির্মাণ হলো বিকল্প সড়ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নলজোড়া খালের ওপর নির্মিত হয়েছে কাঠের বিকল্প সেতু। এতে করে এই সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষের ভোগান্তি দূর হয়েছে। 

আজ রোববার সরেজমিন ঘুরে দেখা যায়, বরমী ইউনিয়নের নলজোড়া খালের ওপর নির্মিত হয়েছে কাঠের বিকল্প সেতু। সেতু দিয়ে চলাচল করছে শত শত মানুষ। বিকল্প সেতু দিয়ে পারাপার করতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, নতুন ব্রিজ নির্মাণের ফলে বিকল্প সড়ক না থাকায় দীর্ঘ সময় ভোগান্তি মাথায় নিয়ে চলাচল করতে হয়েছে। বিকল্প কাঠের সেতু নির্মাণের ফলে চলাচলে সুবিধা হচ্ছে। 

স্থানীয় বরমী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সেতু আক্তার বলেন, ‘গত কয়েক দিন ধরে আমাদের আমাদের চলাচলে খুবই কষ্ট হয়েছে। এখন আমরা খুবই সহজে যাতায়াত করতে পারছি।’ 

কলেজশিক্ষক আমিনুল কাদের বলেন, ‘আমরা যারা এই সড়কে চলাচল করি তাদের জন্য খুবই ভালো হয়েছে। কত দিন বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমাদের খুবই সমস্যা হয়েছে।’

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘বিকল্প সড়কের বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে এসেছে। সেই জন্য ইউনিয়ন পরিষদের পক্ষে একটি বিকল্প কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতু নির্মাণের যে অর্থ খরচ হয়েছে সেই অর্থ পরবর্তীতে উপজেলা প্রকৌশলী অফিস দিয়ে দিবেন বলে জানিয়েছেন।’ 

শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রকিবুল আহসান বলেন, জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে একটি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। এর ধারাবাহিকতায় একটি কাঠের বিকল্প সেতু নির্মাণ হয়েছে। 

উল্লেখ্য, গত ২৪ মে শ্রীপুরে ‘বিকল্প সড়কের অভাবে ভোগান্তি’ এই শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নলজোড়া খালের ওপর নির্মিত হয় কাঠের বিকল্প সেতু।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ