হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুরে অবৈধপথে আসা ভারতীয় চিনি কেনা–বেচার ঘটনায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানিদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন। আজ রোববার উপজেলা মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। 

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মো. আল মামুন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, আজ (রোববার) অবৈধভাবে ভারত থেকে আসা চিনি মাওনা চৌরাস্তার রাহিম এন্টারপ্রাইজ নামে একটি দোকানে আনলোড হচ্ছে এমন সংবাদে তারা অভিযান চালান। অভিযানে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা ও দুই সরবরাহকারী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আকন্দপাড়া গ্রামের রানা (২২), একই এলাকার ওমর ফারুককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানের খবর পেয়ে অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। এ সময় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা চালায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা। হামলায় একটি জাতীয় দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান লিটন (৩৫) আহত হন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। 

মেহেদী হাসান লিটন আজকের পত্রিকাকে জানান, ভ্রাম্যমাণ আদালতের খবর সংগ্রহ করতে গিয়ে দেখেন ভ্রাম্যমাণ আদালত শেষ হয়ে গেছে। তিনি দোকানের ছবি তুলতে গেলে সরবরাহকারী ও দোকানের মালিক–কর্মচারীরা তার ওপর হামলা চালায়। 

এ সময় সরবরাহকারী রানা তাকে মেরে ফেলার হুমকি দেয়। দোকানের ম্যানেজার ও মালিক মফিজুল ইসলাম মোহনও তাকে মারধর করে। পরে অন্য সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে। 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ