হোম > সারা দেশ > গাজীপুর

আখেরি মোনাজাত: আজ মধ্যরাত থেকে বন্ধ থাকবে যেসব সড়ক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার। মুসল্লিদের যাতায়াত সহজ করতে আজ শনিবার মধ্যরাত থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। 

আজ বেলা ১১টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। 

জিএমপি কমিশনার বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লির সমাগম হবে। এ কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হয়েছে।

যেসব সড়ক বন্ধ থাকবে

  • টঙ্গী থেকে ভোগড়া বাইপাস সড়ক
  • আবদুল্লাপুর থেকে আশুলিয়া সড়ক
  • টঙ্গীর মন্নু গেট থেকে কামারপাড়া সড়ক
  • টঙ্গী স্টেশন রোড থেকে মিরের বাজার সড়ক  

এ ক্ষেত্রে ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহনকে ভোগড়া বাইপাস-মিরের বাজার-তিনশ ফিট সড়ক ব্যবহার করতে হবে। 

আর চৌরাস্তা থেকে যানবাহন নবীনগর-গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ করতে পারবে। 

সড়কের বিধিনিষেধ ও ইজতেমায় যাতায়াতের সুবিধার্ধে আগামীকাল বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে বলে জানান পুলিশ কমিশনার।  

একই স্থানে ট্যুরিস্ট পুলিশের সংবাদ সম্মেলনে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইলিয়াছ শরিফ বলেন, বিদেশি মুসল্লিদের জন্য আজ বিকেল পর্যন্ত ময়দানে ৬৮টি দেশের ৫ হাজার ৫২৬ জন বিদেশি মুসল্লি অবস্থান করেন। তাঁদের নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে।

আগামীকাল ভোর থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে কয়েক লাখ মুসল্লি তুরাগ তীরে জড়ো হবেন। ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। 

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা