হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে যুবকের বিরুদ্ধে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে মহারাজা (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এর আগে গতকাল মঙ্গলবার টঙ্গীর আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন। প্রায় এক বছর আগে অভিযুক্ত মহারাজার সঙ্গে তার পরিচয় হয়। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার বিকেলে টঙ্গীর আউচপাড়া এলাকায় মহারাজার পরিচিত এক ব্যক্তির বাসায় ওই নারীকে ডাকেন। পরে তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। ঘটনার পর বিয়ের জন্য বললে মহারাজা বিয়েতে অস্বীকৃতি জানায়। পরে আজ (বুধবার) ওই নারী থানায় মামলা দায়ের করেন।

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকা বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত