হোম > সারা দেশ > গাজীপুর

শিশুর কান্নার শব্দে ঘরে গিয়ে মিলল মায়ের ঝুলন্ত লাশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে শিশুর কান্নার শব্দ শুনে ঘরের ভেতরে গিয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

আজ সোমবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ মনোয়ারা খাতুন ময়না (২৮) উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের মো. মাইনুদ্দিনের মেয়ে। তাঁর স্বামীর নাম মো. শরিফ মিয়া।

মাইনুদ্দিন বলেন, ‘আজ সকালে নাতির কান্নার শব্দে ঘরে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।’ তিনি বলেন, ‘স্বামীর সঙ্গে বনাবনি না হওয়ায় তিন বছর ধরে দুই সন্তানসহ মেয়ে আমার বাড়িতে থাকে। মেয়ের জামাই মাঝেমধ্যে এখানে আসে। কিছুদিন আগে বড় নাতি দাদার বাড়িতে বেড়াতে যায়। সেখানে বড় নাতিকে মারধর করা হয়। বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে মেয়ের কথা-কাটাকাটি হয়। ধারণা করছি, স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে অভিমান করে আমার মেয়ে আত্মহত্যা করেছে।’

স্বামী শরিফ মিয়া বলেন, ‘ছেলেকে মারধরের বিষয়ে শুধু কথাবার্তা হয়েছে। বিষয়টি জানতে চেয়েছিল আমার স্ত্রী। রাতে আমাদের মধ্যে কোনো ধরনের রাগারাগি হয়নি। আজ সকালে আমার শ্যালিকা স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এমন খবর দিলে আমি এসে লাশ দেখতে পাই।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোমেনুল কাদের বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দিই। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি