হোম > সারা দেশ > গাজীপুর

বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে থানায় মামলা হলে আজ শনিবার ভোরে পুলিশ ওই তরুণীর বান্ধবীসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার শাকিল আহমেদ (২৫) ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার রাকিবুল ইসলাম রাহুল (২০) ও বান্ধবী জুঁই আক্তার (১৮)।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু  সিদ্দিক বলেন, ভুক্তভোগী তরুণী বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর বাসন এলাকায় তার পূর্ব পরিচিত বান্ধবী জুঁই আক্তাররের ভাড়া বাসায় বেড়াতে যান। পরে বান্ধবী জুঁই আক্তার কৌশলে ওই তরুণীকে স্থানীয় শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকে দরজা বন্ধ করে দেয়। এ সময় ওই কক্ষে আগে থেকে অবস্থান নেওয়া শাকিল তরুণীকে ধর্ষণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও কক্ষে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে তরুণীকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরে তরুণী বাসায় ফিরে ঘটনাটি তার মাকে জানায়। পরে এ ঘটনায় শুক্রবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে জিএমপির বাসন গণধর্ষণের মামলা করেন । 

ওসি আরও বলেন, শনিবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে