হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ১

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আনতে যাচ্ছিল একটি বাস। এতে ছিলেন কাওরাইদ এলাকায় রাখা অপর এক বাসের চালক মফিজ উদ্দিন (৪০)। বাসটি নলজোরা সেতুর কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এদিকে বৈদ্যুতিক খুঁটি উপড়ে গায়ে পড়লে তিনি নিহত হন। দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসটির চালক গুরুতর আহত হন। তবে এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। 

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের নলজোরা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম দুর্ঘটনায় এক বাসচালক নিহতের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

নিহত মো. মফিজ উদ্দিন (৪০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি গ্রীনস্মার্ট নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বহন করা একটি বাসের চালক ছিলেন। আহত বাসচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে নিহত মফিজ উদ্দিন সোহাদিয়া থেকে ওই বাসে চেপে কাওরাইদ এলাকা থাকা তাঁর বাসটি আনতে রওনা হন। বাড়ি থেকে কিছু দূর গেলে নলজোরা সেতুর কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মো. মফিজ উদ্দিন চালকের পাশের ছিটে বসা ছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে লাগে। এতে মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এ সময় বৈদ্যুতিক খুঁটিটি উপড়ে তাঁর গায়ে পড়ে। খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় নিয়ন্ত্রণহীন বাসের চালক গুরুতর আহত হন।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা