হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে। 

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অনাবিল পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিল। রাত সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে অজ্ঞাতপরিচয় ৮-১০ জন দুর্বৃত্ত বাসটিতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে। 

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘কোনাবাড়ী থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস যানজটে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় গাড়িতে তিনজন যাত্রী ছিল। হঠাৎ ৮-১০ জন লোক যানজটে থাকা বাসে উঠে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

গাজীপুর মহানগর পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আশজাদ বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বিএনপি-জামাতের অবরোধ কর্মসূচির সমর্থনে, না বেতন বাড়ানোর দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্টস কারখানার শ্রমিকেরা অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি । এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ