হোম > সারা দেশ > গাজীপুর

মোটরসাইকেল চুরির অভিযোগে ২ জনকে গণধোলাই দিয়ে পুলিশ দিল স্থানীয়রা

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজনকে ধরে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় যাতায়াতের জন্য তাদের ব্যবহৃত লেগুনা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি শনাক্ত করেছেন এর মালিক স্থানীয় আরিফুল ইসলাম খান। 

আজ বুধবার ভোরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক হওয়া দুজন হলেন নেত্রকোনা জেলার সদর থানার বাগড়া গ্রামের আবুল হাসেমের ছেলে হাদিস মিয়া (২২)। তিনি শ্রীপুরের নগর হাওলা গ্রামে ভাড়া থেকে স্থানীয় ডাচ্‌-বাংলা নামক একটি তৈরি পোশাক কারখানার গাড়িচালক। অন্যজন হলেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল আহাদ (১৯)। 

মোটরসাইকেলের মালিক ভুক্তভোগী আরিফুল ইসলাম খান বলেন, ‘বাড়ির পাশে একটি গরুর ফার্মে মোটরসাইকেল রাখা ছিল। সেখান থেকে রাত সাড়ে ১০টার পর থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এরপর রাতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেল চুরি করে নিতে দেখা যায়নি। এরপর ভোররাতে লেগুনায় করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা গাড়ি আটকে চোরদের ধরে গণধোলাইয়ের পর পুলিশে খবর দেয়। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।’ 

এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চুরি করে নেওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’ 

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি