হোম > সারা দেশ > গাজীপুর

মোটরসাইকেল চুরির অভিযোগে ২ জনকে গণধোলাই দিয়ে পুলিশ দিল স্থানীয়রা

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজনকে ধরে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় যাতায়াতের জন্য তাদের ব্যবহৃত লেগুনা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি শনাক্ত করেছেন এর মালিক স্থানীয় আরিফুল ইসলাম খান। 

আজ বুধবার ভোরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক হওয়া দুজন হলেন নেত্রকোনা জেলার সদর থানার বাগড়া গ্রামের আবুল হাসেমের ছেলে হাদিস মিয়া (২২)। তিনি শ্রীপুরের নগর হাওলা গ্রামে ভাড়া থেকে স্থানীয় ডাচ্‌-বাংলা নামক একটি তৈরি পোশাক কারখানার গাড়িচালক। অন্যজন হলেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল আহাদ (১৯)। 

মোটরসাইকেলের মালিক ভুক্তভোগী আরিফুল ইসলাম খান বলেন, ‘বাড়ির পাশে একটি গরুর ফার্মে মোটরসাইকেল রাখা ছিল। সেখান থেকে রাত সাড়ে ১০টার পর থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এরপর রাতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেল চুরি করে নিতে দেখা যায়নি। এরপর ভোররাতে লেগুনায় করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা গাড়ি আটকে চোরদের ধরে গণধোলাইয়ের পর পুলিশে খবর দেয়। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।’ 

এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চুরি করে নেওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’ 

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার