হোম > সারা দেশ > গাজীপুর

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌরভ সরকার (২১) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে কালীগঞ্জ-টঙ্গী সড়কের পূবাই আদর্শ কলেজ ও পূবাইল রেলওয়ে স্টেশনের ফাঁকাস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিউরী গ্রামের সোহেল সরকারের ছেলে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পূবাইল থানার এসআই রাশেদুর রহমান। 

রাশেদুর রহমান জানান, সন্ধ্যার পর কালীগঞ্জ-টঙ্গী সড়কের পূবাই আদর্শ কলেজ ও পূবাইল রেলওয়ে স্টেশনের ফাঁকাস্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন তা বলা যাচ্ছে না। কারণ ফাঁকা জায়গা হওয়ায় আশপাশে কোন প্রত্যক্ষদর্শী ছিল না। তবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন গাড়ি তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। 

এসআই বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান বলেন, সৌরভ সরকার সন্ধ্যায় পূবাইল এলাকার মিরেরবাজারে নানা বাড়ি যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। সে তুমলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপপ্রচার সম্পাদকের দায়িত্বে ছিল। 

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব