হোম > সারা দেশ > গাজীপুর

কারখানা বিক্রির গুজবে গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

কারখানা বিক্রির গুজব ও বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরের শ্রীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার উপজেলার মাওনা ইউনিয়নের সিংদীঘি গ্রামের কাওরানবাজার এলাকায় এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, আজ উপজেলার সিংদীঘি গ্রামের কাওরানবাজার এলাকার উসমান গ্রুপের টুপাজ ড্রসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা সকাল থেকে কাজ করছিল। হঠাৎ বেলা ৩টার দিকে কারখানা বিক্রির গুজব রটে। কিছু বুঝে ওঠার আগে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন এবং মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

কারখানার শ্রমিক নাজমা আক্তার বলেন, ‘ছয় বছর যাবৎ এই কারখানায় কাজ করছি। হঠাৎ করেই কারখানা বিক্রির খবর শুনতে পাই। যে কারখানা সঙ্গে আমাদের সবকিছু, সে কারখানা হঠাৎ করে কর্তৃপক্ষ বিক্রি করে দিল। আমাদের না জানিয়ে কারখানার মেশিনারি বের করে নিয়ে যাচ্ছে। আমাদের শ্রমিকদের বেতন-ভাতা ৩ মাস ১৩ দিনের বেসিক বেতন পরিশোধ না করে। আমাদের না জানিয়ে হঠাৎ করে কারখানা বিক্রি করে দিছে। এই কারখানা আমাদের আজ রাস্তায় নামিয়ে দিল।’

মদিনা আক্তার নামে আরেক শ্রমিক বলেন, ‘আমরা সকাল থেকে কারখানায় কাজ করছি। হঠাৎ করে বিভিন্ন যন্ত্রপাতি মেশিনে লাল রং দিয়ে চিহ্নিত করছে আর যন্ত্রপাতি গাড়ি ভর্তি করে নিয়ে যাচ্ছে। বিষয়টি বুঝতে পেরে সব শ্রমিক প্রতিবাদ করে রাস্তায় নেমে আসি। কারখানার দুই হাজার শ্রমিকের পরিবারের আহার জোগায় এই কারখানা। হঠাৎ করে আমাদের না জানিয়ে কারখানা বিক্রি করে দিচ্ছে। কারখানা বিক্রি করে দিলে আমাদের কিছু করার নেই। কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করে কারখানার মালামাল নিয়ে যাওয়া, এটা কেমন। আমরা আমাদের চলতি মাসের বেতন-ভাতা ও বেসিক-বেতন না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না।’

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

শ্রমিক মাজাহারুল ইসলাম বলেন, ‘আমরা প্রথমে বুঝতে পারিনি। যখন দেখলাম গাড়ি ভর্তি করে মেশিন, যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে তখন আমরা বুঝে বাধা দিই। সড়কে অবস্থা নিয়েছি ন্যায্য দাবি আদায় করতে। আমাদের সামনে ঈদ, হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত আমাদের শ্রমিকদের পথে বসা ছাড়া বিকল্প নেই। আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে রাস্তা ছেড়ে দেব।’

এ বিষয়ে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. রাসেল আহমেদ বলেন, ‘কারখানা বিক্রির বিষয়ে আমি বলতে পারব না। হঠাৎ করেই কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে পড়ে। চলতি মাসের বেতন ছাড়া কোনো বেতন বকেয়া নেই। বিকল যন্ত্রপাতি, মেশিনগুলো সরানো হচ্ছে। শ্রমিকদের অনেক অনুরোধ করলেও ওরা আমাদের কথা না মেনে রাস্তায় চলে যায়। শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।’

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক স্বপন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি