গাজীপুর মেট্রোপলিটনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিস্ফোরণে দগ্ধ মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি ও পুলিশ সদস্যের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। তাঁদের দুজনেরই শ্বাসনালি সামান্য দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
আজ শনিবার বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সকালে দগ্ধ দুজনের শরীরে ড্রেসিং করা হয়েছে। দুজনেরই শ্বাসনালিতে বার্ন রয়েছে। আবু হেনা রনির দুই হাত, কান ও মুখমণ্ডলের কিছু অংশসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর পুলিশ সদস্য জিল্লুর রহমান দগ্ধ হয়েছেন ১৯ শতাংশ।’
ডা. সেন জানান, দুজনকে সকালে পঞ্চম তলায় অপারেশন থিয়েটারে নিয়ে ক্ষতস্থানে ড্রেসিং করা হয়েছে। এরপর তাঁদের ছয়তলার হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। দুজনেরই শ্বাসনালি সামান্য দগ্ধ হয়েছে। তবে সেটি একেবারে গুরুতর নয়। তাঁদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁদের শঙ্কামুক্ত বলা যাবে না।
আরও পড়ুন: