দেশে গত দুই সপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে সাত দিনের জন্য ‘সার্বিক কার্যাবলি/চলাচলে’ নতুন ২১ দফার বিধি-নিষেধ জারি করেছে সরকার। আজ সকাল ৬টা থেকে ৭ই জুলাই রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে।
সরকারের নির্দেশনা মতো গাজীপুরে লকডাউন কঠোরভাবে শুরু হয়েছে। সকালে মহানগরীর কোথাও কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে দু-একটি রিকশা/অটোরিকশা ও সীমিত মানুষজন চলাচল করতে দেখা গিয়েছে।
গত দুই সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকাকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে গাজীপুরসহ ঢাকার আশপাশের সাত জেলায় ২১ জুন থেকেই লকডাউন জারি করেছিল সরকার। এরপরে আগের বিধিনিষেধের সঙ্গে নতুন কিছু শর্ত যোগ করে গেল সোমবার থেকে তিন দিনের সীমিত লকডাউন জারি করা হয়। তারপরেই আজ বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের জন্য আরও কঠোর লকডাউন বাস্তবায়ন করার উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই লকডাউনে সাত দিনের জন্য সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, যান্ত্রিক যানবাহন বন্ধ রাখাসহ ২১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এই এক সপ্তাহের মধ্যে ‘অতি জরুরি প্রয়োজন ব্যতীত’ বাড়ির বাইরে বের হলে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর জোরালো তৎপরতায় কড়াকড়ি লকডাউনের মধ্যেও গাজীপুরের বিভিন্ন এলাকায় কিছুসংখ্যক অটোরিকশা-ইজিবাইকসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা গিয়েছে। তবে মহাসড়কের অনেক জায়গায় এসব যানবাহন পুলিশি বাধার মুখে পড়ে। শিল্প অধ্যুষিত গাজীপুর মহানগরীতে শিল্প কল কারখানা বিশেষত পোশাক কারখানা খোলা রয়েছে। এতে করে নানা শ্রেণি-পেশার কর্মজীবী মানুষ বিশেষ করে পোশাক শ্রমিকেরা বিপাকে পড়েন। কেউ কেউ কয়েক কিলোমিটার হেঁটে কর্মস্থলে পৌঁছতে পারলেও আবার কর্মস্থল দূরে থাকায় অনেকেই বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। তারা বলছেন, 'হয় যানবাহনের ব্যবস্থা করা হোক, নতুবা তাদের কারখানা ছুটি ঘোষণা করা হোক।'
তিনি আরও জানান, আজ সকালে আমি মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, কোথাও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দুই-একজন মানুষকে রাস্তায় দেখা গেছে। এসব বন্ধ করার জন্য পুলিশের পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। করোনা সংক্রমণ রোধকল্পে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করতে সকল নাগরিকের প্রতি অনুরোধ জানান তিনি।