হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ৩ গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গার্মেন্টসের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের আলীফ গ্রুপের তিন গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কারখানার গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। পরে তাঁরা কারখানার মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় আলীফ গ্রুপের বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো, স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং।

সংশ্লিষ্ট সূত্র ও শ্রমিকেরা জানান, কারখানাগুলোর শ্রমিকেরা কয়েক দিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সামনে ঈদ, অন্য কারখানার শ্রমিকেরা যখন কেনাকাটা নিয়ে ব্যস্ত, তখন তাঁরা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কারখানা বন্ধের নোটিশ প্রধান ফটকে টাঙিয়ে লেখা হয় বৃহস্পতিবার থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

তবে এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকেরা কিছুদিন ধরেই তাঁদের পাওনাদির জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এতে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হন। তাঁরা কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান করছেন।

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু