হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ৩ গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গার্মেন্টসের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের আলীফ গ্রুপের তিন গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কারখানার গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। পরে তাঁরা কারখানার মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় আলীফ গ্রুপের বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো, স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং।

সংশ্লিষ্ট সূত্র ও শ্রমিকেরা জানান, কারখানাগুলোর শ্রমিকেরা কয়েক দিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সামনে ঈদ, অন্য কারখানার শ্রমিকেরা যখন কেনাকাটা নিয়ে ব্যস্ত, তখন তাঁরা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কারখানা বন্ধের নোটিশ প্রধান ফটকে টাঙিয়ে লেখা হয় বৃহস্পতিবার থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

তবে এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকেরা কিছুদিন ধরেই তাঁদের পাওনাদির জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এতে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হন। তাঁরা কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান করছেন।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি