হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ৩ গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গার্মেন্টসের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের আলীফ গ্রুপের তিন গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কারখানার গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। পরে তাঁরা কারখানার মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় আলীফ গ্রুপের বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো, স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং।

সংশ্লিষ্ট সূত্র ও শ্রমিকেরা জানান, কারখানাগুলোর শ্রমিকেরা কয়েক দিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সামনে ঈদ, অন্য কারখানার শ্রমিকেরা যখন কেনাকাটা নিয়ে ব্যস্ত, তখন তাঁরা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কারখানা বন্ধের নোটিশ প্রধান ফটকে টাঙিয়ে লেখা হয় বৃহস্পতিবার থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

তবে এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকেরা কিছুদিন ধরেই তাঁদের পাওনাদির জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এতে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হন। তাঁরা কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান করছেন।

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা