হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছোট বোন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

পরীক্ষার টেবিলে সুরমা আক্তার। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিয়েছে ছোট বোন সুরমা আক্তার। আজ বৃহস্পতিবার উপজেলার ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় সে। তাদের বাড়ি উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে।

ওই গ্রামের মো. তাজ উদ্দিনের মেয়ে সুরমা আক্তার স্থানীয় গলদাপাড়া শেখ রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।

গলদাপাড়া শেখ রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সুরমা আক্তারের বড় ভাই আরিয়ান জান্নাত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মাদ্রাসার দুজন শিক্ষক সুরমাদের বাড়িতে পাঠিয়ে তার স্বজনসহ পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসি। সে যেন ভেঙে না পড়ে, সে জন্য হলের দায়িত্বে থাকা শিক্ষকেরা তাকে সান্ত্বনা দিয়েছেন।’

স্থানীয় বাসিন্দা আফাজ উদ্দিন বলেন, ‘মৃত্যু তো আর বলে-কয়ে আসে না। ভাইয়ের মৃত্যু হলে তাঁর লাশ বাড়ির উঠানে রেখে পরীক্ষা দিতে যায় সুরমা। পরে স্থানীয় বাসিন্দারা তার বড় ভাইয়ের জানাজা শেষে লাশ দাফন করেন।’

ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ মমতাজী বলেন, ভাইয়ের মরদেহ বাড়িতে রেখে এক ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষক ও স্বজনেরা পরীক্ষা শেষে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা