গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার জিরানি এলাকায় আব্দুল্লাহপুর-চন্দ্রা সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পালমাল ফ্যাক্টরির সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা। পরে এলাকাবাসী আশুলিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে বাসে উঠে দুষ্কৃতকারীরা আগুন দিয়ে পালিয়ে গেছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ আহত হয়নি।