হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, হাত বিচ্ছিন্ন অটোরিকশাচালকের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে রেললাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় ট্রেন। এ সময় ট্রাকটি উল্টে একটি অটোরিকশার ওপর পড়লে এর চালকের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল রোববার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে মধুমিতা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

আহত রিকশাচালকের নাম নবীন (১৮)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার দলা গ্রামের দুদু মিয়ার ছেলে। নবীন টঙ্গীর মধুমিতা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। 

ঘটনার পর আহত নবীনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। নবীনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। 

স্থানীয়রা জানান, রাতে কুড়িগ্রামের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস নামক ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে মধুমিতা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে গাজীপুর সিটি করপোরেশনের ময়লা আবর্জনা পরিষ্কার করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাকটি উল্টে গিয়ে রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ওপর পড়ে। এ সময় অটোরিকশাচালকের ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। 

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান মোবাইল ফোনে বলেন, একটি ট্রাক রেললাইনের উঠে পড়ে। এ সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ওই ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুছে যায়। ঘটনার কিছুক্ষণ পর ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন পেরিয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত