হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বিল থেকে জোড়া মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে পানিতে ভাসমান দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানার পুলিশ। গতকাল বুধবার রাতে কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া এলাকায় তুরাগ নদের পার্শ্ববর্তী বিলের ইটভাঁটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আনুমানিক ৪৫ ও ৩০ বছর বয়সের নিহত ওই দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, বুধবার রাতে মাছ শিকার করতে কয়েক ব্যক্তি তুরাগ নদের পার্শ্ববর্তী ওই ইটভাঁটি এলাকায় যান। আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশেছে। এ সময় সেখানে পাশাপাশি দুটি লাশ পানিতে ভাসতে দেখেন তাঁরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে অর্ধগলিত লাশ দুটি উদ্ধার করে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তত এক সপ্তাহ আগে তাঁদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাঁদের পরিচয় উদ্ধার করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মাকসুদে রহমান আজ বৃহস্পতিবার সকালে জানান, মরদেহগুলো পচে যাওয়ায় তাঁদের আঙুলের যথাযথ ছাপ নেওয়া সম্ভব হয়নি। তার পরও তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য