হোম > সারা দেশ > গাজীপুর

প্রতিবন্ধীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: দীপু মনি 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বাড়লে প্রতিবন্ধীদের ভাতার পরিমাণও বেড়ে যাবে। প্রতিবন্ধীদের আরও বেশি কর্মসংস্থানের দিকে নজর দেওয়া হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে। তারা প্রশিক্ষণ নিয়ে উন্নয়নে অবদান রাখছেন।

আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর নতুন বাজার মৈত্রী শিল্প কারখানা প্রাঙ্গণে আয়োজিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা ও উৎপাদন কার্যক্রমের পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন।

এ সময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মৈত্রী শিল্পে কোনো অস্বচ্ছতা ও অনিয়ম চোখে পড়েনি। মৈত্রী শিল্প আমার মন্ত্রণালয়ের অধীনে থাকায় আজ পরিদর্শনে এসেছি।’ 

এতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেহদী হাসান সভাপতিত্ব করেন। টঙ্গী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও মৈত্রী শিল্প কারখানার ব্যবস্থাপক মহসিন আলী সঞ্চালনা করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক মো. সেলিম খান প্রমুখ।

মন্ত্রী মৈত্রী শিল্পের মুক্তা ড্রিংকিং ওয়াটার অটোমেশন প্ল্যান্ট, ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব স্টেশন, প্রতিবন্ধীদের কষ্ট লাঘবে কার্গো লিফট স্থাপন, আধুনিক মোল্ড ও মেশিনারিজ স্থাপন, নতুন স্থাপিত ১ হাজার ফুট গভীর নলকূপ, বঙ্গবন্ধু কর্নার, মোবাইল মেরামত সেন্টার, ব্রেইল প্রেস ও কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মন্ত্রী ৩৫ জন প্রশিক্ষণার্থীর প্রতিবন্ধীদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা