হোম > সারা দেশ > গাজীপুর

নতুন ভবনের দেয়ালে দাগ দেওয়ায় ক্লাসের সব শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ার বিদ্যালয়ের নতুন ভবনের দেয়ালে ‘দাগ’ দেওয়ার অভিযোগে প্রায় ৮০ জন শিক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। 

আজ রোববার দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পেটানোর ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ফাইজ উদ্দিন ফকির।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, রোববার বেলা ২টা ৪০ মিনিটে তাদের ইসলাম শিক্ষা ক্লাস ছিল। ক, খ ও গ বালক বিভাগের সব শিক্ষার্থীরা একসঙ্গে এ ক্লাস করে। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট সময়ের আগেই সব শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়। এর মাঝে হঠাৎ ক্লাসে ঢোকেন প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির। নতুন ভবনের দেয়ালে কে দাগ দিয়েছে বা লিখেছে তা জানতে চেয়ে হাত তুলতে বলেন। কিন্তু শিক্ষার্থীদের কেউ করেনি বা জানেনা বলে প্রধান শিক্ষককে জানায়। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে সবাইকে লাইনে দাঁড় করিয়ে এক এক করে সবাইকে বেত দিয়ে পেটাতে থাকেন। 

এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকিরের মোবাইলে কল দেওয়া হলে তিনি জানান, তিনি একজন অসুস্থ রোগী দেখতে গিয়েছেন। এখন তিনি কথা বলতে পারবেন না। পরে কথা বলবেন। 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম বলেন, ‘আমি সারা দিন অফিসে ছিলাম না। অফিসের কাজে বাইরে ছিলাম। এই বিষয়ে আমি কিছু জানি না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ 

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ