হোম > সারা দেশ > গাজীপুর

মাকে হত্যার ৫ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

কালিয়াকৈর (গাজিপুর) প্রতিনিধি

মাকে কুপিয়ে হত্যার অপরাধে ছেলে শাহজাহান খান ওরফে সাজুকে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ আদেশ দেন। সাঁজাপ্রাপ্ত শাহজাহান খান গাজীপুর কালিয়াকৈর উপজেলার, মৌচাক ইউনিয়নের কাঁচারস গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আমছের আলী খান। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের গত ১৯ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার সময় শাহজাহানকে বাধা দেন তার বাবা আমছের আলী। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে তাঁর মা আনোয়ারা বেগমের গলার বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যায় সাজু। এতে ঘটনাস্থলেই নিহত হন সাজুর মা আনোয়ারা বেগম। ওই ঘটনায় নিহতের ভাই মো. হাশেম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। 

শাহজাহান ২০১৬ সালের ২মে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। পরে গ্রেপ্তারকৃত শাহজাহান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর মামলার তদন্ত ও সাক্ষ্য প্রমাণ অনুযায়ী ২০১৬ সালের ৩০ আগস্ট শাহজাহানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ১ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মো. শাহজাহান খান ওরফে সাজুকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছে। 

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার