হোম > সারা দেশ > গাজীপুর

অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিককে ধর্ষণ, বাড়িওয়ালা কারাগারে

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে সাত মাসের অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার বাড়ির মালিকের নাম শাহাদৎ হোসেন (২৬)। তিনি কালিয়াকৈর উপজেলার বাসিন্দা।

এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তাঁর স্বামীসহ উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় শাহাদৎ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়ির মালিক শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন। এতে অন্তঃসত্ত্বা ওই নারী রাজি না হওয়ায় গত সোমবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে ঘরে ঢুকে তাঁকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।

এরপর রাতে স্বামী বাসায় এলে তিনি ধর্ষণের ঘটনাটি জানান। ওই রাতেই তাঁর স্বামী বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাসা ছেড়ে দেওয়ার জন্য গালিগালাজ করেন শাহাদৎ হোসেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের মামলা করার পরামর্শ দিলে তাঁরা কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। পুলিশ মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করে। অপর দিকে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমার স্ত্রীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি স্থানীয়দের জানানো হলে ওই বাড়িওয়ালা আমাকে কয়েকবার মারতে আসেন। পরে নানা ভয়ভীতি দেখিয়ে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেন।’

এ বিষয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের