হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সাবেক স্ত্রী-শাশুড়িকে পুড়িয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গাজীপুরের কালীয়াকৈর এলাকায় সাবেক স্ত্রী মোছা. মোরশেদা (২২) ও শাশুড়ি মোছা. ফুলবানুকে (৪৫) পেট্রল দিয়ে আগুনে পুড়ে হত্যা মামলায় যুবক রাহিল রানা ওরফে তানভীরকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। গাজীপুরের বাসন থানাধীন নাওজোড় এলাকা থেকে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান। 

গ্রেপ্তার তানভীর টাঙ্গাইল সদরের বরুহা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, গত ১৭ অক্টোবর রাতে তানভীর গাজীপুরের কালিয়াকৈর উত্তর সফিপুর এলাকায় মোর্শেদার বাড়ির সামনে যান। সেখানে তানভীর তার দুই বছর বয়সী মেয়ে রাইসাকে নিয়ে এসেছে বলে মোর্শেদাকে দরজা খুলতে বলেন। মোর্শেদা ও তাঁর মা ফুলবানু দরজা খোলা মাত্রই তানভীর ও তার সহযোগী ২–৩ জন তাদের সঙ্গে থাকা পেট্রল ছিটিয়ে সাবেক স্ত্রী-শাশুড়ির শরীর ও ঘরের জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়। 

এরপর ঘরের বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। 

এ ঘটনায় মোর্শেদা নানি ও ফুলবানুর মা আম্বিয়া বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তানভীরকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এএসপি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর তার সাবেক স্ত্রী-শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছে। 

উল্লেখ্য, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের তানভীর আহাম্মেদের সঙ্গে পাঁচ বছর আগে নাটোর সদরের লক্ষ্মীপুরা এলাকার মুকুল আলীর মেয়ে মোর্শেদা বেগমের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে কয়েক মাস ধরে তানভীর একসঙ্গে থাকতেন না। কিছুদিন আগে মোর্শেদা বেগম তাঁকে তালাক দেন। এ খবরে তানভীর ক্ষুব্ধ ছিলেন।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ