হোম > সারা দেশ > গাজীপুর

বকেয়া পরিশোধ ও কারখানা খোলার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা এলাকার টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর গাছা এলাকার টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানার শ্রমিকেরা ২ মাসের বকেয়া পরিশোধ ও বন্ধঘোষিত কারখানা চালুর দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ করেছেন। পরে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সমঝোতা হলে শ্রমিকেরা বিকেলে কর্মসূচি প্রত্যাহার করেন।

পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানায় ৮২৫ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু হঠাৎ করে মালিকপক্ষ গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন পরিশোধ না করেই ৭ ফেব্রুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়। এর প্রতিবাদে শ্রমিকেরা গতকাল রোববার সকাল থেকে কারখানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রথম দিনের আন্দোলনের পরও মালিকপক্ষ দাবি না মানায় আজ সকাল ৮টা থেকে শ্রমিকেরা আবারও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কারখানার শ্রমিক শাহিন অভিযোগ করেন, মালিকপক্ষ আগেও কাজ করানোর পর নিয়মিত বেতন দিত না। বেতন চাইলে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হতো এবং অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হতো।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে অ্যাপারেলস প্লাস ইকো কারখানার সম্মেলনকক্ষে মালিকের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম শাহিন, গ্রুপ পরিচালক, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ, শিল্প পুলিশ ও কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা আলোচনার পর ত্রিপক্ষীয় সমঝোতা হলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেন।

সমঝোতা চুক্তির শর্তগুলো হলো ডিসেম্বরের বকেয়া বেতন ২০ ফেব্রুয়ারি এবং জানুয়ারির বকেয়া বেতন আগামী ১৭ মার্চ পরিশোধ করা হবে। শ্রমিকদের বকেয়া বোনাসের টাকা আগামী ঈদুল ফিতরের আগে পরিশোধ করা হবে। কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। অর্জিত ছুটির টাকা আলোচনা করে পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সবার উপস্থিতিতে আলোচনার পর মালিক ও শ্রমিক উভয় পক্ষ কয়েকটি শর্তে সমঝোতায় উপনীত হয়েছে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত