হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বাস চাপায় অজ্ঞাত যুবক নিহত, ৩ বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সড়ক পার হওয়ার সময় বাস চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এর জেরে তিন বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বাসন থানা এলাকার কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসব ঘটনা ঘটে।

যুবক নিহত ও বাসে আগুন দেওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তিনি তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল রায় জানান, গতকাল রাতে বলাকা পরিবহনের একটি বাস ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া গার্মেন্টস এলাকায় এক যুবককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হয়। এরপর উত্তেজিত লোকজন বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।

পরিদর্শক নন্দলাল বলেন, ‘পুলিশ আসার আগেই স্থানীয়রা নিহতের মরদেহ নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে এসে কোনো মরদেহ পাইনি। মরদেহ কোথায় নিয়ে গেছে তা কেউ বলতে পারছে না।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বলাকা পরিবহনের বাস চাপায় একজন যুবক নিহত হয়েছেন। এতে বাসে আগুন দিয়েছেন উত্তেজিত মানুষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের শ্রীপুর: এক বছরে ৩৩ খুন, তিন কারণে বেশি

গাজীপুর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিনের মনোনয়ন বাতিল

কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি ও জনতার দলের প্রতিনিধিকে জরিমানা

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার