হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় ১ ব্যক্তি নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় শওকত আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে টঙ্গীর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি টঙ্গীর টঙ্গীর আমতলী কেরানি বস্তি এলাকার মৃত জমিরের ছেলে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ শুক্রবার সকালে টঙ্গীর আমতলী এলাকায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়ক পার হচ্ছিলেন শওকত আলী। এ সময় ঢাকা থেকে আসা সিলেটগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি