হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পুলিশের সোর্সের হাতের কব্জি কর্তন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে বাসা থেকে ডেকে এনে মাসুদ নামের পুলিশের এক সোর্সের কবজি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গতকাল শনিবার ভোরে মহানগরীর বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকার একটি পোশাক কারখানার পেছনে এ ঘটনা ঘটে।

মাসুদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারতলা এলাকায়। বাসন থানাধীন মোগরখাল এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। সেখানে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের সোর্স হিসাবে কাজ করতেন মাসুদ। এর সূত্র ধরে কিছুদিন আগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সুমন ও আসলাম নামের দুজনকে গ্রেপ্তারে বিষয়ে পুলিশকে সহায়তা করেন মাসুদ। পরে সুমন ও আসলাম জেল থেকে বের হয়ে এসে তোতলা ফজলুর সহায়তায় মাসুদকে বাসা থেকে ডেকে ঘটনাস্থলে আনেন। এ সময় মাসুদকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখমের পাশাপাশি তাঁর হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করা হয়। পরে বিচ্ছিন্ন হাতের কবজি এবং একটি রামদা বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখে অভিযুক্তরা।

বাসন থানার উপপরিদর্শক মতিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাত হাত দিয়ে ফেরাতে গেলে মাসুদের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর স্বজনদের এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। সম্ভবত রোববার (আজ) তাঁরা অভিযোগ দিতে পারেন। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ