হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় নারী শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

সড়ক দুর্ঘটনায় নিহত নারী শ্রমিকের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার হোসেন সোয়েটার কারখানাসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করেছে।

নিহত হেলেনা আক্তার (২৫) সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার লামাপারকুল গ্রামের মো. আজাদুর রহমানের স্ত্রী। তিনি শ্রীপুরে ভাড়া বাসায় থেকে স্থানীয় হাসিন সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

হেলেনার স্বামী আজাদুর রহমান জানান, তিনি কারখানায় কাজ শেষে বড় বোন আয়েশা আক্তারের বাড়িতে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কাভার্ডভ্যানটি আটক করে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১