হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় নারী শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

সড়ক দুর্ঘটনায় নিহত নারী শ্রমিকের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার হোসেন সোয়েটার কারখানাসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করেছে।

নিহত হেলেনা আক্তার (২৫) সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার লামাপারকুল গ্রামের মো. আজাদুর রহমানের স্ত্রী। তিনি শ্রীপুরে ভাড়া বাসায় থেকে স্থানীয় হাসিন সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

হেলেনার স্বামী আজাদুর রহমান জানান, তিনি কারখানায় কাজ শেষে বড় বোন আয়েশা আক্তারের বাড়িতে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কাভার্ডভ্যানটি আটক করে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি