হোম > সারা দেশ > গাজীপুর

লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের বারি পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১৬তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের একটি দল আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করে। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১৬তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের একটি দল আজ সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করে। এ সময় তারা বারির কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করে।

বারির সূত্র জানায়, সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের দলে ৩৮ জন প্রশিক্ষণার্থী ছিলেন। তাঁদের মধ্যে যুগ্ম সচিব ৩৪ জন, কর্নেল ১ জন, ক্যাপ্টেন ১ জন, গ্রুপ ক্যাপ্টেন ১ জন, ডিআইজি ১ জন এবং ৪ জন কোর্স সদস্য ছিলেন।

প্রশিক্ষণার্থীদের দলটি সোমবার সকালে বারি সদর দপ্তরে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা। পরে বারি সম্মেলনকক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। পরে বারির কার্যক্রম ও সাফল্য সম্পর্কে বক্তব্য দেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদসহ বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীরা।

পরে প্রতিনিধিদল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করে এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি