হোম > সারা দেশ > গাজীপুর

শিশুর কান্না শুনে প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখল রক্তমাখা মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক আকলিমা আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর কান্না শুনে পাশের ঘরের ভাড়াটিয়া গিয়ে ঘরের মেঝেতে রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহত আকলিমা আক্তার (৩০) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইমোরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী। তাঁরা আবদার গ্রামের জনৈক জয়নাল আবেদীনের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

পাশের ভাড়াটিয়া নূরুন্নাহার জানান, সকালে ঘুম থেকে ওঠার পর পাশের রুম থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। দীর্ঘক্ষণ কান্না চলায় তিনি দরজা ফাঁক করে উঁকি দিয়ে নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই ছয় মাস বয়সী তোয়া মনি কান্না করছিল। আকলিমার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।

স্থানীয়দের দাবি, দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। ঘটনার আগের দিনও তাদের মধ্যে মারামারি হয়।

নিহতের ছোট ভাই শামীম ইসলাম বলেন, ‘বিয়ের পর থেকেই আমার বোন স্বামীর নির্যাতনের শিকার হতো। সন্তানের মুখের দিকে তাকিয়ে সে সব সহ্য করেই সংসার চালাত। স্বামী কোনো কাজ করত না, বোনই কারখানায় কাজ করে সংসার চালাত।’

বাড়ির মালিক জয়নাল আবেদীন জানান, তারা দুই বছর ধরে ওই বাসায় ভাড়া ছিলেন। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পরে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক। স্বামী পলাতক থাকায় তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে।’

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০